ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

বিসিএস পুলিশ ফোরামের নতুন সভাপতি প্রত্যুষ-সম্পাদক জসীম

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, জুলাই ২২, ২০২৫
বিসিএস পুলিশ ফোরামের নতুন সভাপতি প্রত্যুষ-সম্পাদক জসীম প্রত্যুষ কুমার মজুমদার ও মোহাম্মদ জসীম উদ্দিন

ঢাকা: ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।  

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ সভায় ফোরাম সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে সভাপতি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

 

নবগঠিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।  

এতে বলা হয়, সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ সভায় ফোরাম সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে পুলিশ সুপার নারায়ণগঞ্জ প্রত্যুষ কুমার মজুমদারকে সভাপতি ও উপ-পুলিশ কমিশনার (লালবাগ বিভাগ), মোহাম্মদ জসীম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।  

প্রচার ও প্রকাশনা সম্পাদক ২৫তম বিসিএস (পুলিশ) ফোরাম মুহাম্মদ তালেবুর রহমান।  

প্রতিষ্ঠার পর থেকে এই ফোরাম সদস্যদের সার্বিক কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে চলেছে।  

২০০৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করা এই ফোরামের সদস্যরা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।  

এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।