ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

আলোচিত যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাস বরখাস্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৭, জুলাই ২৯, ২০২৫
আলোচিত যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাস বরখাস্ত

ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচিত কর্মকর্তা যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

মঙ্গলবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

দুদকের অনুসন্ধানে বদলি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ধনঞ্জয় কুমার দাসের নাম উঠে আসে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণকারী একটি সিন্ডিকেটের অন্যতম হোতা হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে।  

এমআএইএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।