ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

দীর্ঘ বিরতির পর ফিরল 'নতুন কুঁড়ি'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, আগস্ট ১৭, ২০২৫
দীর্ঘ বিরতির পর ফিরল 'নতুন কুঁড়ি' বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে 'নতুন কুঁড়ি' অনুষ্ঠানের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: বাংলানিউজ

দীর্ঘ বিরতির পর আবারও শুরু হলো শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক জনপ্রিয় অনুষ্ঠান 'নতুন কুঁড়ি'।

রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

উদ্বোধনকালে উপদেষ্টা মাহফুজ আলম জানান, রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে দেশের শিশু-কিশোর ও তরুণদের মধ্যে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে এই অনুষ্ঠান শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীকালে রাজনৈতিক কারণে এটি বন্ধ করে দেওয়া হয়। নতুন সরকার হিসেবে আমরা এই ঐতিহ্যবাহী আয়োজনকে আবারও শুরু করছি যাতে নতুন প্রজন্মের শিল্পীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পান।

মাহফুজ আলম বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে নতুন প্রজন্মের শিল্পী, গায়ক এবং সংস্কৃতিকর্মী তৈরি হবে, যারা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের বিচার প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতার ব্যাপারে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, আমরা চাই এই প্রক্রিয়াটি সম্পূর্ণ নিরপেক্ষ হোক। তৃণমূল পর্যায় থেকে যেন যোগ্য প্রতিভাবানরা উঠে আসতে পারে, সেই লক্ষ্যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, নতুন সরকারের কোনো ব্যক্তিগত আগ্রহ নেই, কে বিজয়ী হবে বা হবে না। তাদের একমাত্র উদ্দেশ্য হলো মেধার ভিত্তিতে সেরা প্রতিভাকে জাতীয় পর্যায়ে তুলে ধরা।

উপদেষ্টা মাহফুজ আলম গত ১৫-১৬ বছর ধরে দেশে সাংস্কৃতিক শূন্যতার সৃষ্টি হয়েছে মন্তব্য করে বলেন, বিগত সরকারের আমলে এক ধরনের দলীয় পৃষ্ঠপোষকতা সংস্কৃতি অঙ্গনকে একপেশে করে তুলেছিল। নতুন কুঁড়ির মাধ্যমে আমরা সেই শূন্যতা পূরণ করতে চাই এবং এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে শিল্পীরা দেশকে প্রতিনিধিত্ব করবে।

নতুন কুঁড়ির থিম সং এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপদেষ্টা জানান, 'আমরা নতুন, আমরা কুঁড়ি'—এই গানটি ঐতিহ্যবাহী থিম সং হিসেবে থাকবে, তবে প্রতি বছর নতুন থিম সং তৈরির পরিকল্পনাও রয়েছে। অনুষ্ঠানটির মূল কাঠামো আগের মতোই রাখা হয়েছে যাতে গান, নৃত্য, বক্তৃতা, আবৃত্তি ও গল্প বলাসহ সব শাখা থেকে নতুন প্রতিভা উঠে আসে।

উপদেষ্টা মাহফুজ আলম আশা প্রকাশ করে বলেন, আগামী তিন মাসের মধ্যে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হবে।

ইএসএস/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।