ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মহাখালীর ফিলিং স্টেশনে আগুন: দগ্ধ একজন জাতীয় বার্নে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৫, আগস্ট ১৭, ২০২৫
মহাখালীর ফিলিং স্টেশনে আগুন: দগ্ধ একজন জাতীয় বার্নে সংগৃহীত ফটো

রাজধানীর মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে মীর হোসেন (৫৫) নামে একজন দগ্ধ হয়েছেন।  দগ্ধ মীর হোসেনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

 

রোববার (১৭ আগস্ট) বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রাত পৌনে ৯টার মীর হোসেনকে ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। মীর হোসেনের শরীরের শতাংশ দগ্ধ হয়েছে। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে, এ ছাড়া মীর হোসেনের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। মীর হোসেনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফিলিং স্টেশনের ক্যাশিয়ার শাদাকাত হোসেন জানান, মীর হোসেনের বাড়ি মুন্সিগঞ্জের সদর উপজেলায়। তিনি ফিলিং স্টেশনটির নিরাপত্তাকর্মী। প্রায় ২০ বছর ধরে এখানে কাজ করছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার জানান, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে মোট ১০টি ইউনিট পাঠানো হয়। সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।