ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নেপালে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, সেপ্টেম্বর ৯, ২০২৫
নেপালে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের বিক্ষোভে উত্তাল নেপাল। ছবি: সংগৃহীত

ঢাকা: অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জেন-জি বিক্ষোভকারীদের তুমুল আন্দোলন ও সংঘাতে প্রাণহানির জেরে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন। দেশটিতে বর্তমানে বসবাসকারী ও আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস।

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেওয়া হয়।

এতে আরও উল্লেখ করা হয়, নেপালে ভ্রমণরত বাংলাদেশিদের নিজ নিজ স্থান/হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সকল বাংলাদেশি নাগরিককে নেপালের পথে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জরুরি পরিস্থিতিতে অনুগ্রহ  যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে: সাদেক +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯: সারদা: +৯৭৭ ৯৮৫১১২৮ ৩৮১।

এর আগে সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে ভাঙচুর চালায়। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৯ জন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়।  

বিক্ষোভ থেকে নেপালের প্রধানমন্ত্রী ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।  

টিআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।