রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন— রাকিব (২৮), জাকির (২৮), আকলিমা (২৮), রাজু (৩০), ইমন (২১), পলাশ (২৫), রতন (২১), রাকিব (২২), আলামিন (২২) ও শফিকুল ইসলাম (৩৬)। এ সময় তাদের কাছ থেকে ২৫ পুরিয়া হেরোইন ও একটি সামুরাই উদ্ধার করা হয়।
একই দিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— মো. সাগর (২৮), মো. আকাশ (২০), মো. আল আমিন (২০), আবু বক্কর মোহন, মো. আব্দুল লতিফ (৫৫), মো. আসাদুল ইসলাম (৩৫), মো. আতিকুল ইসলাম (২৭), মো. শাহাদাত হোসেন (৩৫), মো. সাদ্দাম হোসেন (৩০), মো. মাসুদ মুন্সি (৪০) ও রনজু মিয়া (৪৫)।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
এমএমআই/আরএইচ