ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বিশ্বকে নির্বাচন নিয়ে জানাবেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৩, সেপ্টেম্বর ২৪, ২০২৫
বিশ্বকে নির্বাচন নিয়ে জানাবেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

ঢাকা: বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে অবহিত করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফররত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তার সফরের সময় বিশ্ববাসীকে এটি পরিষ্কারভাবে জানাবেন।  

শফিকুল আলম আরও জানান, ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন ড. ইউনূস। সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের বিগত ১৪ মাসের সংস্কারমূলক কার্যক্রম, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক রূপান্তরের নানা পদক্ষেপ তুলে ধরবেন।
প্রেস সচিব বলেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে—এটাই প্রধান উপদেষ্টার মূল বার্তা।

তিনি আরও বলেন, বিশ্বনেতারা ইতোমধ্যেই এ নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।

সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনের মতোই সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে বলেও উল্লেখ করেনs তিনি।

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘে দেওয়া ভাষণে নির্বাচন প্রস্তুতি ছাড়াও সরকারের বিভিন্ন কার্যক্রম, বিচারব্যবস্থার সংস্কার ও রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরবেন।

আওয়ামী লীগের শাসনামল প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টেই জনগণ দেখেছে তারা কী করেছে। বিগত ১৫ বছরে গুম, খুন, মিথ্যা মামলা-সব ছিল তাদের শাসনের অংশ।

একইসঙ্গে তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক হচ্ছে ফলে সরকারের তাদের কোনো দূরত্ব নেই।  
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ