ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ইউএপিতে চলছে দিনব্যাপী 'ফার্মা এক্সপো'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৫, সেপ্টেম্বর ২৫, ২০২৫
ইউএপিতে চলছে দিনব্যাপী 'ফার্মা এক্সপো' ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে দিনব্যাপী ফার্মা এক্সপো

বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এ চলছে দিনব্যাপী “ফার্মা এক্সপো ৩.০”। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ফার্মা সায়েন্স ক্লাব (পিএসসি) আয়োজিত এই এক্সপোর মিডিয়া পার্টনার বাংলানিউজ২৪.কম।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কেক ও ফিতা কেটে এই এক্সপোর উদ্বোধন করেন ইউএপি'র উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফার্মেসির ডিন অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া, ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ার।

উদ্বোধনী অনুষ্ঠানে কেক ও ফিতা কাটার পাশাপাশি বেলুন ও পায়রা উড়ানো হয়। পরে গ্রিন রোডে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালি থেকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লিফলেট বিতরণ করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গ্রিন রোডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বিশ্ববিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।

এ সময় ইউএপির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান ফার্মাসিস্টদের আধুনিক স্বাস্থ্যসেবায় অপরিহার্য অবদান তুলে ধরেন। এ বছর বিশ্ব ফার্মাসিস্ট দিবসের প্রতিপাদ্য ''থিংক হেল্থ, থিংক ফার্মাসিস্ট''। যা ফার্মাসিস্টদের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিফলিত করে।

দিনব্যাপী এই এক্সপোতে পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়। শিক্ষার্থীরা সেসব পোস্টারে উন্নত গবেষণার বিষয় উপস্থাপন করেন। এই পোস্টার প্রতিযোগিতা থেকে সেরা তিনজনকে পুরস্কৃত হয়। এছাড়া ফার্মা অলিম্পিয়াডে ৮৩টি দল অংশগ্রহণ করবে। পাশাপাশি প্রথম বর্ষের জন্য কুইজ ও লাইভ কুইজের আয়োজন করা হয়েছে।

ফার্মা এক্সপো উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের মধ্যে একটি ফার্মাসিস্ট বুথ স্থাপন করা হয়েছে। যেখানে একটি মডেল ফার্মেসির আকারে, বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও পরীক্ষা করা হচ্ছে। বিকেলে স্বাস্থ্য সেমিনারে রোগ প্রতিরোধ, যৌক্তিক ওষুধ ব্যবহার ও রোগী পরামর্শের গুরুত্বের ওপর আলোচনা করা হবে।

বিকেলে এক্সপোর সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশের সচিব মুহাম্মদ মাহবুবুল হক, অধ্যাপক ড. স্বর্ণালী ইসলাম খন্দকার, অধ্যাপক ড. আইরিন দেওয়ান, ডিজিডিএ এর পরিচালক ড. মো. আকতার হোসাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ফার্মেসির ডিন অধ্যাপক সেলিম রেজা। তারা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

এসসি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।