ঢাকা, বুধবার, ৬ কার্তিক ১৪৩২, ২২ অক্টোবর ২০২৫, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো গ্র্যান্ড সুফি নাইট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, সেপ্টেম্বর ২৬, ২০২৫
আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো গ্র্যান্ড সুফি নাইট আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট আয়োজিত গ্র্যান্ড সুফি নাইটে সংগীত পরিবেশন করছেন শিল্পী ফরিদা আক্তার পপি | ছবি: শাকিল আহমেদ

রাজধানীর ৩০০ ফিটে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হেরিটেজ রেস্টুরেন্টে জমকালো আয়োজনে শুরু হয়েছে গ্র্যান্ড সুফি নাইট।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হওয়া এই বিশেষ সাংস্কৃতিক আয়োজন দর্শকদের মুগ্ধ করেছে।

আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট সব সময় মুঘল ঐতিহ্যকে ধারণ করে। মুঘল সংস্কৃতিতে সংগীত ছিল একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সে কারণেই হেরিটেজ রেস্টুরেন্ট নিয়মিতভাবে আয়োজন করে সংগীত সন্ধ্যার। তারই অংশ হিসেবে এবারের আয়োজিত হয়েছে সুফি গানের আসর। এতে সুফি গান পরিবেশন করেছেন বাংলাদেশি শিল্পী ফরিদা আক্তার পপি।

গ্র্যান্ড সুফি নাইটে অতিথিরা ঐতিহ্যবাহী মুঘল শাহি রান্নার সঙ্গে উপভোগ করেছেন সুফি গানের সুরেলা আবেশ। ঐতিহ্য, সংগীত আর রাজকীয় আতিথেয়তার অনন্য সমন্বয় অতিথিদের যেন নিয়ে গিয়েছিল বাংলার মুঘল যুগে!

আয়োজনটি মোট দুই দিনের। আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে দ্বিতীয় দিনের আসর। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে সুফি গানের মায়াবী পরিবেশনা।

জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।