ঢাকা, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে প্রস্তুত র‍্যাব: মহাপরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, সেপ্টেম্বর ৩০, ২০২৫
নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে প্রস্তুত র‍্যাব: মহাপরিচালক কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন

আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্যে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখতে র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুল রহমান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

র‍্যাব ডিজি বলেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে যেকোনো ষড়যন্ত্র রুখতে র‍্যাব সচেষ্ট রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। সরকারবিরোধীরা ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টা চালাচ্ছে, তবে সেসব মোকাবিলায় র‍্যাব প্রস্তুত।

সাম্প্রতিক সময়ে লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারের অগ্রগতির বিষয়ে তিনি জানান, প্রায় ১ হাজার ৩৫৭টি অস্ত্রের মধ্যে ৭০-৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে। শুধু গত মাসেই তিনটি পিস্তল উদ্ধার করা হয়েছে। বাকি অস্ত্রগুলোও জাতীয় নির্বাচনের আগেই উদ্ধার সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, এসব অস্ত্র এখনো বাইরে থাকাটা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে এবং অপরাধী গোষ্ঠীর হাতে যেতে পারে।

খাগড়াছড়িতে ধর্ষণ ঘটনায় সৃষ্ট অস্থিরতা প্রসঙ্গে র‍্যাব ডিজি জানান, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হলেও ঘটনাটিকে রাজনৈতিকভাবে বড় আকার দেওয়ার চেষ্টা হয়েছে। এর সঙ্গে কোনো বিদেশি অপশক্তি জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এছাড়া নির্বাচনকালীন দায়িত্ব পালনে র‍্যাবের প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের কার্যক্রম চলছে। সদস্যদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

গাজীপুরে র‍্যাব সদস্যদের আটকে রাখার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং দায়ীদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাব সক্ষম হবে।

এমএমআই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।