ঢাকা, শুক্রবার, ৮ কার্তিক ১৪৩২, ২৪ অক্টোবর ২০২৫, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নির্বাচনী কাজে দায়িত্বরতরাও ভোট দিতে পারবেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, অক্টোবর ২৩, ২০২৫
নির্বাচনী কাজে দায়িত্বরতরাও ভোট দিতে পারবেন বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) ২০২৫ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে

সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে (আরপিও) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসারসহ নির্বাচনী কাজে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) ২০২৫ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এর বিস্তারিত তুলে ধরেন।

নির্বাচন সংশ্লিষ্টদের ভোট দেওয়ার সুযোগ প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিসাইডিং অফিসার বা রিটার্নিং অফিসার যারা নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন, লাখ লাখ মানুষ নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন। তাদের ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না। বিধান করা হয়েছে, ইলেকশন কার্যক্রমে যারা নিয়োজিত থাকবেন তারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

এ ছাড়া প্রবাসীরা পোস্টাল ব্যালেটে ভোট দিতে পারবেন বলে জানান তিনি।

সংশোধিত আরপিও-তে ‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনার কথা জানিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘না’ ভোটের একটা বিধান করা হয়েছে। যেই নির্বাচনে একজন প্রার্থী থাকবেন... আপনাদের ২০১৪ সালের ভুয়া নির্বাচনের কথা নিশ্চয়ই মনে আছে, ১৫৩ বা ১৫৪টি আসনে একজন প্রার্থী ছিল, সাজানো নির্বাচন ছিল। এই ধরনের নির্বাচন যেন আর না হয়। একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছেন, তারা ‘না’ ভোট দিতে পারবেন—এই প্রার্থী তাদের পছন্দ না। তখন সেখানে আবার নির্বাচন হবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আরও পড়ুন:
বন্ধ হলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ, ফিরলো ‘না ভোট’
পলাতক আসামি নির্বাচনে প্রার্থী হতে পারবে না

এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।