ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম দারিদ্র্যমুক্ত হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম দারিদ্র্যমুক্ত হবে ছবি: রেহানা/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৮ সালে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ টেলিভিশনের সুবর্ণ জয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।


 
তিনি বলেন, ২০১৮ সালে দেশে দারিদ্র্য থাকবে না। ১৪ শতাংশ দারিদ্র্য থাকলে সে দেশকে দারিদ্র বলা যাবে না। সম্ভববত দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম দারিদ্র্যমুক্ত দেশ হবে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তথ্য সচিব মরতজা আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিটিভি’র মহাপরিচারক আব্দুল মান্নান, বিটিভির প্রথম মহাপরিচালক জামিল চৌধুরী, শিল্পী মোস্তফা মনোয়ার প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।