ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্যামপুরে সড়ক অবরোধের চেষ্টা, বিএনপি নেতা গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
শ্যামপুরে সড়ক অবরোধের চেষ্টা, বিএনপি নেতা গুলিবিদ্ধ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর শ্যামপুরে সড়ক অবরোধের চেষ্টা করেছে বিএনপি কর্মীরা। এ সময় পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।



এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা গিয়াস উদ্দিন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ গিয়াস উদ্দিন (৪৫) শ্যামপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। দু’পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বাংলানিউজকে জানান, রাত ৮টার দিকে শ্যামপুর বাজারে অবরোধকারীরা জড়ো হচ্ছিল। এ সময় তারা সড়ক অবরোধের চেষ্টা করে।

খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া মাত্রই পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে অবরোধকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে।

এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন দাবি করে তিনি বলেন, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গিয়াস উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।