ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামপুরায় পুলিশের সোর্স খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
রামপুরায় পুলিশের সোর্স খুন

ঢাকা: রাজধানীর রামপুরা থানার তিতাস রোডের বালুর মাঠ এলাকা থেকে পুলিশের সোর্স মো. বাদশার (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।

তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

বাদশার বাড়ি ভোলা জেলায়। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স হিসেবে কাজ করে আসছেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, বাদশার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কে বা কারা হত্যা করে পালিয়ে গেছে।

মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।

অন্যিদেক, রূপনগরের শেয়ালবাড়ি এলাকার ৪ নম্বর রোডের মাথা থেকে অজ্ঞাতনামা ২০ বছরের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

অজ্ঞাত যুবক ওই এলাকায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত হলে তাকে পথচারী আমানুর রহমান ঢামেক হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।