ঢাকা: সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এস এম আলী আজগরের স্ত্রী সৈয়দা শামীমা আজগর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর স্কায়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আলী আজগরের ছেলে ব্যারিস্টার সাজেদ আহমদ সামী জানান, তার বোন সানজিদা সিনথি লন্ডন থেকে রওনা হয়েছেন। তিনি দেশে পৌঁছার পর শনিবার বাদ এশা মোহাম্মদপুরের ইকবাল রোডের বাইতুস সালাহ জামে মসজিদে জানাজার নামাজ পড়া হবে।
এরপর নোয়াখালীর বেগমগঞ্জে তার গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানিয়েছেন সামী।
সৈয়দা শামীমা আজগর স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আলী আজগর ও তার ছেলে মরহুমের আত্মার মাগফেরাত কামানা করে সবার দোয়া চেয়েছেন।
বাংলাদেশ সময় : ০১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫