ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা মানিক চৌধুরীর ২৪তম মৃত্যু বার্ষিকী শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
মুক্তিযোদ্ধা মানিক চৌধুরীর ২৪তম মৃত্যু বার্ষিকী শনিবার

ঢাকা: বিশিষ্ট রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরীর ২৪তম মৃত্যু বার্ষিকী শনিবার।

শনিবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়।



বায়ান্ন’র ভাষা আন্দোলনে কারাবরণকারী ছাত্রনেতা মানিক চৌধুরী ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯ ও ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে সংগ্রামী ভূমিকা পালন করেন। ১৯৭০ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি পাকিস্তান গণপরিষদে এম.এন.এ নির্বাচিত হন।   ১৯৭৩ সালে জাতীয় সংসদ সদস্য এবং হবিগঞ্জ মহকুমা গভর্ণর নির্বাচিত হন।   “শ্যামল” প্রকল্পের জন্য ১৯৭৪ সালে মানিক চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কাছে থেকে “বঙ্গবন্ধু কৃষি পদক” গ্রহণ করেন। ১৯৭৫ এর পরবর্তী সময়ে মোশতাক জিয়ার আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘকাল কারবাসও বরণ করতে হয় তাকে।

১৯৯১ সালের ১০ জানুয়ারি মানিক চৌধুরী অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।