ঢাকা: কুয়েতের পথে দেশের বাইরে যাচ্ছেন। বোর্ডিং লাউঞ্জে প্রবেশের মুহূর্তে সঙ্গে থাকা হাত ব্যাগ, মানিব্যাগ বা নিদেনপক্ষে কোমড়ে থাকা বেল্ট স্ক্যানারে উঠিয়েছেন এতোদিন।
ভুলে যান সেইদিনের কথা! এখন আরো নিচে নামতে হবে আপনাকে! যে জুতা নিয়ে ভিনদেশে যাচ্ছেন, সেই জুতা অবহেলিত ছিল এতোদিন। সেই পাদুকা জোড়ার যোগ্য সম্মান মিলবে এবার!
কিভাবে? পায়ের জুতা উঠে আসবে হাতে। তারপর পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্ধান্ত। জুতা আপনার সঙ্গে যাবে, নাকি সাধের জুতা ছাড়াই আপনি যাবেন দেশের বাইরে।
আপনি যেই হোন না কেন, জুতা আপনাকে খুলতেই হবে। পায়ের জুতা জোড়া হাতে নিয়ে সযত্নে তুলে দিতে হবে স্ক্যানারে। তারপর বেচারা জুতার স্ক্যানিং শেষে সবকিছু ঠিকঠাক থাকলে পায়ের জুতা ফিরে আসবে আপনার পায়ে।
ততোক্ষণে গজ দেড়েক আপনাকে অতিক্রম করতেই হবে জুতা ছাড়াই। ভাবছেন, স্থানটির কি এমন পবিত্র বৈশিষ্ট যে জুতা খুলতেই হবে!
আসলে স্থানের পবিত্রতা বিবেচনায় নয় বরং নিরাপত্তার খাতিরেই এখন জুতা পর্যন্ত স্ক্যানিংয়ের আওতায় এনেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষ।
বাংলানিউজকে এমনটাই বলছিলেন, সিকিউরিটি অপারেটর লায়লা আক্তার।
তিনি জানালেন, নিরাপত্তা নিয়ে আপোষ করার কিছু নেই। জুতার তলায় যে কেউ কায়দা করে বিস্ফোরক বা মাদক বহন করতে পারেন। সেই সুযোগ থাকবে না এখন থেকে।
কুয়েতগামী বিজি ০০৪৩ ফ্লাইটের যাত্রীদের উড়োজাহাজে আরোহণের আগে শেষ মুহূর্তের নিরাপত্তা তল্লাশির একপর্যায়ে জুতা খোলার নির্দেশনা দিতেই অস্বস্তিতে পড়ে যান অনেকে।
‘কিছুই করার নেই। জুতা খুলতেই হবে। স্ক্যানিং শেষে তারপর ভেতরে প্রবেশ করবেন’ নিরাপত্তা কর্মীদের এমন কথায় কেউ কেউ মৃদু আপত্তি করলেও তা ধোপে টেকেনি। নিরাপত্তা বলে কথা।
গোলাম রাব্বানী নামে এক যাত্রী বাংলানিউজকে জানান, বহুদেশ ঘুরেছি। কোথাও জুতা খুলে স্ক্যানারে দিতে হয়নি। আর্চওয়েই যথেষ্ট। আপত্তি নেই। শেষমেষ বজ্র আটুনি ফস্কা গেড়ার মতো না যেন হয়!
নার্গিস আক্তার নামে সৌদি আরবের দাম্মামগামী এক যাত্রী বাংলানিউজকে বলেন, নিরাপত্তার জন্যে জুতা খোলায় আপত্তি নেই। সমস্যা হলো, হাত ব্যাগ, মুঠোফোন বা গ্যাজেটের সঙ্গেই জুতা জোড়া খুলে স্ক্যানিংয়ের জন্যে একই ট্রেতে রাখছি। আপত্তি এখানেই।
সাদিয়া সুলতানা নামে আরেক যাত্রী জানান, নিরাপত্তার নামে যেদেশে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বন্ধ, সেদেশের বিমানবন্দরে একই অজুহাতে জুতা খোলা মন্দ না!
বাংলাদেশ সময়: ০৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসআর
** ধূসর মরুভূমিতে সবুজ স্বপ্ন!
** লেট বিমান!