গোপালগঞ্জ: ৩ ডিসেম্বর, বৃহস্পতিবার। গোপালগঞ্জের কোটালীপাড়া মুক্ত দিবস।
দিবসটি পালন উপলক্ষে কোটালীপাড়ায় হেমায়েত বাহিনী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
বৃহস্পতিবার(৩ ডিসেম্বর) বেলা ১১টায় কোটালীপাড়া উপজেলার টুপুরিয়ায় হেমায়েত স্মৃতি জাদুঘর চত্বরে ১৯৭১ সালে যুদ্ধের সময় যেসব অস্ত্র দিয়ে যুদ্ধ হয়েছিল, সেসব অস্ত্রের ডামি মহড়া, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও ভোজের আয়োজন করা হয়েছে।
এদিন বিকেল ৩ টায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে কোটালীপাড়া উপজেলা সদরের পশ্চিমপাড়ে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া হেমায়েত বাহিনীর স্মৃতি যাদুঘর চত্বরে সপ্তাহব্যাপী মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ও মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ এমপি। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
পিসি/