ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধীদের ক্ষমতায়নে কাজ করছে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
প্রতিবন্ধীদের ক্ষমতায়নে কাজ করছে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতিসংঘের এসডিজিতে প্রতিবন্ধীদের জন্য লক্ষ্যমাত্রায় বলা হয়েছে, কেউ যেন পিছিয়ে না পড়ে। সেই লক্ষ্য নিয়েই বাংলাদেশ প্রতিবন্ধী মানুষদের ক্ষমতায়ন ও তাদেরকে সমাজের সঙ্গে একীভূত করতে কাজ করে যাচ্ছে।

সরকার তাদের কল্যাণে ব্যাপক উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিবন্ধীরা যাতে সমাজে অবহেলিত না থাকে সেজন্য প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা প্রকাশ ও তাদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা বাংলাদেশের সম্পদ। তাই তাদেরকে সেভাবেই গড়ে তুলতে হবে।

প্রতিবন্ধীদের মধ্যে আলাদা প্রতিভা, মেধা ও যোগ্যতা রয়েছে। বাংলাদেশের প্রতিবন্ধীরা তার প্রমাণ রেখেছে। দেশে-বিদেশে বিভিন্ন খেলাধূলায় সম্মান ও বিজয়ে গৌরব বয়ে এনেছে প্রতিব্ধীরা। তারা দিন দিন এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খেলাধূলায় তারা যেন নিয়মিত প্রশিক্ষণ নিতে পারে, সে বিষয়েও আমরা উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, এসডিজিতে প্রতিবন্ধীদের বিষয়ে মূল্যায়ন করা হয়েছে। সকল প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়নের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রতিবন্ধীদের মধ্যে যে প্রতিভা রয়েছে তার যেন সঠিক মূল্যায়ন হয় সে বিষয়ে আমাদের সরকার কাজ করছে।

তারা আমাদের সমাজেরই অংশ। তাদের সঙ্গে সঠিক আচরণ করতে হবে বলে উল্লেখ করে সমাজের বিত্তবানদের প্রতিবন্ধীদের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের মাধ্যমে তাদের সহায়তা করা হচ্ছে। গ্রামে যেসব প্রতিবন্ধী রয়েছেন তাদের তথ্য সংগ্রহ করা হবে, যেনো তারা সঠিক সহায়তা পান। মোবাইল ভ্যানের মাধ্যমে সারাদেশে প্রতিবন্ধীদের সেবা দেওয়া হবে।

এবারের দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘একীভূতকরণ: সক্ষমতার ভিত্তিতে সকল প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন। ’

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এমইউএম/জেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।