ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের পেছনের খালি জায়গায় পরিত্যক্ত কাপড়চোপড় ও মেডিকেল বর্জ্য স্তূপ করে পোড়ানো হচ্ছে।
হাসপাতালের বিছানার চাদর, বালিশের কভার, জানালার পর্দা, চেয়ার ও সোফার ফোম, বার্ন ইউনিটের ব্যবহৃত সামগ্রীসহ মেডিকেল বর্জ্যর বিশালকার স্তূপে আগুন জ্বালানোয় ধোঁয়ায় ছেয়ে গেছে সম্পূর্ণ অঞ্চল।
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন উইনিটের পেছনে গিয়ে দেখা যায় কয়েকজন ওয়ার্ড বয়, সেবিকা ও প্রশাসনের কয়েকজন কর্মকর্তা পরিত্যক্ত কাপড়চোপড় স্তূপ করে পোড়াচ্ছেন।
বিপুল পরিমাণের অব্যবহৃত সামগ্রী পুড়ানো হলেও ঘটনাস্থলে অগ্নি নির্বাপণের কোনো ব্যবস্থা রাখা হয়নি। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়নি বলে ঢামেক সূত্রে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) খাজা আব্দুল গফুরের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি জানান, সারা বছরের ব্যবহৃত পরিত্যক্ত ও অব্যবহৃত সরঞ্জামাদি পুড়ানো হচ্ছে।
কোনো দুর্ঘটনা ঘটলে তা প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আশা করি কোনো দুর্ঘটনা ঘটবে না।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এজেডএস/এমজেএফ/