ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পৌরসভা নির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
পৌরসভা নির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তা দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দলীয়ভাবে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের আগে-পরে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের নিরাপত্তার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ দাবি জানান সংগঠনটির সাধারণ সম্পাদক রানাদাশ গুপ্ত।



তিনি বলেন, পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হতে পারে, আগেও আমরা এসব দেখেছি। সংখ্যালঘুদের ওপর যেন কোনো ধরনের নিপীড়ন-নির্যাতন না হয় তা সরকার, প্রশাসন সর্বোপরি নির্বাচন কমিশনকেই নিশ্চিত করতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে রানাদাশ গুপ্ত বলেন, সরকার ২০০১ সালে অর্পিত সম্পত্তি আইন চালু করলেও মহল বিশেষের চক্রান্তে তা বাস্তবায়ন করছে না। এসময় তিনি বাজেটসহ বিভিন্ন পর্যায়ে সংখ্যালঘুদের প্রতি সৃষ্ট বৈষম্য নিরসনের দাবি জানান।

প্রশ্নোত্তর পর্বের আগে সংবাদ সম্মেলনে তিনি একটি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে বলেন, শুক্রবার (৪ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর সামগ্রিক অস্তিত্ব রক্ষা এবং সমঅধিকার ও সমমর্যাদার প্রতিষ্ঠার দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

ব্রিটিশ বিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে সংখ্যালঘু ও আদিবাসীদের বিশাল আত্মত্যাগ সত্ত্বেও রাষ্ট্র ও রাজনৈতিক শক্তি কর্তৃক তারা উপেক্ষিত হচ্ছেন বলে অভিযোগ করেন। এসময় তিনি যাজকদের উপর হামলা ও ২৬ যাজককে দেওয়া হত্যার হুমকির ঘটনায় সরকার ও সুশীল সমাজের ভূমিকার সমালোচনা করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ড. নিমচন্দ্র ভৌমিক, অ্যাড. সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, ড. জীনবোধি ভিক্ষু, জে এল ভৌমিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এইচআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।