ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নতুন জঙ্গি সংগঠনের ৬ সদস্য রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
নতুন জঙ্গি সংগঠনের ৬ সদস্য রিমান্ডে ছবি : প্রতীকী

ঢাকা: নতুন জঙ্গি সংগঠন আল-মুজাহিদ অব বাংলাদেশ’র ছয় সদস্যের প্রত্যেককে ৬দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মতিঝিল থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়।



মামলার মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজুর রহমার প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন।

শুনানি শেষে সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদার প্রত্যেকের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এরা হলেন- জাহিরুল ইসলাম, খন্দকার রাজেস সোবাহান, আবুবক্কর সিদ্দিক, আবরাহাম আহম্মেদ, মোরসেদুল ইসলাম ও কাজী বাপ্পি।

এর আগে বুধবার (০২ ডিসেম্বর) দিনগত রাতে মতিঝিল শাপলা চত্বর ও সোনালী বাংকের সামনে থেকে জেএমবি’র আদলে সংগঠিত মুজাহিদ অব বাংলাদেশের সদস্যদের আটক করা হয়।

আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ বিষয়ে বৃহস্পতিবার সকালে ডিএমপি’র উপ-কমিশনার (মিডিয়া) মুন্তাসিরুল ইসলাম বাংলানিউজকে জানান, তারা একটি নতুন জঙ্গি সংগঠনের সদস্য। আল-মুজাহিদ অব বাংলাদেশ নামে সম্প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এমআই/এসএইচ

** রাজধানীতে নতুন জঙ্গি সংগঠনের ৬ সদস্য আটক
** জেএমবির আদলে নতুন জঙ্গি সংগঠন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।