ঢাকা: রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালসহ পৃথক তিনটি এলাকায় চার ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন।
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে অচেতন অবস্থায় উদ্ধার হন হবিগঞ্জ থেকে আসা দুই বন্ধু হাসান (৩৫) ও রুস্তম (৩০)।
রুস্তমের মামাতো ভাই সুমন বাংলানিউজকে বলেন, আমি সেগুনবাগিচায় থাকি। পথচারীর মাধ্যমে জানতে পেরে সায়েদাবাদ থেকে হাসান ও রুস্তমকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করি।
খিলগাঁও কমিউনিটি সেন্টারের পাশ থেকে উদ্ধার হওয়া ইউনুস আলীর (৫৫) ছেলে ইউসুফ আলী জানান, পথচারীদের থেকে খবর পেয়ে তার বাবা ইউনুস আলীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করান তিনি। তার বাবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিট শাখায় কর্মরত।
এদিকে, মতিঝিলের শাপলা চত্বরে থেকে অচেতন অবস্থায় উদ্ধার হন আজিজুর রহমান (৪০)। পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
আজিজুর রহমানের বোন জান্নাতুল ফেরদৌসি জানান, আজিজুর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে কর্মরত রয়েছেন। তার কাছে ১০ হাজার টাকা ছিলো। তাকে অজ্ঞান করে অজ্ঞান পার্টির সদস্যরা টাকা নিয়ে গেছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া চারজনই ঢামেকে চিকিৎসা নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এজেডএস/আরএইচএস/টিআই