ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

মনোনয়নপত্র জমা দিলেন টাঙ্গাইলে আট পৌরসভার প্রার্থীর‍া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
মনোনয়নপত্র জমা দিলেন টাঙ্গাইলে আট পৌরসভার প্রার্থীর‍া

টাঙ্গাইল: টাঙ্গাইল জেলার আটটি পৌরসভা নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌরসভার নির্বাচনে মেয়র পদে পাঁচ জন ও কাউন্সিলর পদে ৫৮ জন ও মহিলা কাউন্সিলর পদে ২৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন।



মনোনয়ন পত্র জমা নেন টাঙ্গাইল জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন।

এর আগে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী ও তাদের সমর্থকরা বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মনোয়নপত্র জমা দিতে আসেন।

মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন জামিলুর রহমান মিরণ (আওয়ামী লীগ), মাহমুদূল হক সানু (বিএনপি), মো. মোজাম্মেল হক (জাতীয় পাটি এরশাদ), মো. আব্দুল কাদের (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও হাসানাত আল আমিন (খেলাফত মজলিস)।

টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডে মোট ১ লাখ ৯ হাজার ৬৯৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৫৩ হাজার ৭১৭ জন পুরুষ ও ৫২ হাজার ৯৮২ জন মহিলা ভোটার।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।