লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারের দুই ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় প্রায় ৪০ হাজার টাকা মূল্যের অবৈধ পলিথিন জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম এ জরিমানা আদায় করেন।
হাজিরহাট বাজারে মের্সাস ফরহাদ ট্রের্ডাসের চালের আড়তে পাটের বস্তার পরিবর্তে রেকসিনের বস্তার ব্যবহার ও নাহিদ ট্রেডার্সে অবৈধ পলিথিন বিক্রি
করার দায়ে ওই দুই দোকানের মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দকৃত পলিথিন বাজারে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করা হয়।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরএ