ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ভারতীয় কয়েদির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
রাজশাহীতে ভারতীয় কয়েদির মৃত্যু ফাইল ফটো

রাজশাহী: রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মোস্তাক শেখ (৪০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



কারা সূত্র জানায়, মোস্তাক শেখ ভারতীয় নাগরিক ছিলেন। তার বাড়ি ভারতের মালদহ জেলার বালিয়াচর থানার মজমপুর গ্রামে। তিনি ওই গ্রামের জরিউদ্দিনের ছেলে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার শাহাদত হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেল ৪টার দিকে মোস্তাক শেখ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে আনার পরে জরুরী বিভাগের চিকিৎসকরা কয়েদি মোস্তাক শেখকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী কেন্দ্রী কারাগারের জেলার শাহদত হোসেন জানান, একটি নারী নির্যাতন মামলার যাবজ্জীবন (৩০ বছর) সাজাপ্রাপ্ত আসামি ছিলেন মোস্তাক শেখ।

১৯৯৮ সালের ১৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সদর আদালতে তার ওই সাজা হয়। সেই থেকে সাজাভোগ করছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা,  ডিসেম্বর ০৪, ৩০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।