ঢাকা: শিশু-কিশোরদের জন্য ছবিসহ ৫৫ কবির লেখা নিয়ে চিত্রশিল্পী হাশেম খানের নামে প্রকাশিত হলো 'ছবির কবি হাশেম খান'।
শনিবার (০৫ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘ছবির কবি হাশেম খান’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রফেসর ইমেরিটাস আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুনতাসীর মামুন, শিশু সাহিত্যিক আলী ইমাম, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, এক্সিম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হায়দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন শিল্পী হাশেম খানও।
প্রকাশনা অনুষ্ঠানের আবুল মাল আবদুল মুহিত বলেন, হাশেম খান আমাদের দেশের একজন নামকরা চিত্রশিল্পী। হাশেম খান তার জগতে সব সময় সক্রিয় ছিলেন তিনি। এ বইতে যারা লিখেছেন, তারাও তাদের অন্তরের অন্তস্থল থেকে লিখেছেন। বইটিতে অল্প কথায় মনের ভাব প্রকাশ করেছেন লেখকরা।
‘‘‘ছবির কবি হাশেম খান’ একটি চমৎকার মানুষের জন্য একটি চমৎকার বই। ’’
প্রকাশনা অনুষ্ঠানে শিল্পী রফিকুন নবী, মুনতাসীর মামুন, শামসুজ্জামান খানসহ অন্যান্য অতিথিরা হাশেম খানকে নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।
শিল্পী হাশেম খান বলেন, ৫৫জন মানুষ আমাকে যে কি পরিমাণ ভালবাসেন, তা এ বইয়ের প্রতিটি কবিতায় প্রকাশ পেয়েছে। এ বইয়ের জন্য কবিদের লেখার কোনো শব্দ বাদ দেওয়া হয়নি। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।
এর আগে অনুষ্ঠানের শুরুতে শিশুদের পরিবেশনায় দেশাত্ববোধক তিনটি গান গাওয়া হয়।
চন্দ্রাবতী একাডেমি থেকে প্রকাশিত বইটিতে শিশু-কিশোরদের জন্য ৫৫ কবির লেখা রয়েছে। বই প্রকাশে সহযোগিতা করেছে বেসরকারি এক্সিম ব্যাংক লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
টিএইচ/এমএ