ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পৌরসভা নির্বাচন

যশোরে ২১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
যশোরে ২১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

যশোর: যশোরে ২ মেয়র প্রার্থী ও ১৯ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

শনিবার (০৫ ডিসেম্বর) যশোরের ৬ পৌরসভার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর তাদের মনোনয়ন বাতিল করা হয়।



যশোরের রিটার্নিং অফিসার সাবিনা ইয়াসমিন বাংলানিউজকে বলেন, যশোর পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান বাংলানিউজকে বলেন, স্বাক্ষর ত্রুটিতে স্বতন্ত্র মেয়র প্রার্থী আবদুর রউফ ও ইসলামী আন্দোলন মনোনীত শহিদুল ইসলাম এবং তিনজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এছাড়া চৌগাছা পৌরসভায় দু’জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মণিরামপুর, কেশবপুর ও নওয়াপাড়া পৌরসভার মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে রোববার। এখানে শনিবার শুধুমাত্র সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে।

তবে, এই তিনটি পৌরসভার কাউন্সিলর প্রার্থীদের মধ্যে মণিরামপুরে ১ জন, কেশবপুরে ৬ জন ও নওয়াপাড়ায় ৫ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ তিন উপজেলার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।