ঢাকা: গ্রামের বাড়ি থেকে ঢাকা ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে লাঞ্ছনার মামলায় বাসের হেলপার মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (০৫ ডিসেম্বর) বিকেলে মামুনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চান দারুসসালাম থানা পুলিশ।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম মাসুদ জামান তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার (০৪ ডিসেম্বর) শুকতারা পরিবহনের অভিযুক্ত হেলপার মামুনের বিরুদ্ধে রাজধানীর দারুসসালাম থানায় মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।
মামলায় অভিযোগ করা হয়, ওই ছাত্রী শুক্রবার দুপুরে গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে শুকতারা পরিবহনের একটি বাসে করে ঢাকায় আসছিলেন। বাসচালকের পাশের আসনে বসেছিলেন তিনি। বাসটি কিছুদূর আসার পর তার পাশে থাকা যাত্রী নেমে যান। তখন পাশের আসনে বসেন বাসের হেলপার মামুন।
ওই সময় বাসে মাত্র ১০ থেকে ১২ জন যাত্রী ছিলেন। একপর্যায়ে মামুন তার সঙ্গে অশালীন আচরণ শুরু করেন।
এ সময় তিনি প্রতিবাদ করলে মামুন তাকে গালিগালাজ করতে থাকেন। এরপর ওই ছাত্রী গাবতলী বাসস্ট্যান্ডে নেমে থানায় লিখিত অভিযোগ করেন।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এমআই/বিএস