ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৬ ডিসেম্বর ফেনী হানাদারমুক্ত দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
৬ ডিসেম্বর ফেনী হানাদারমুক্ত দিবস ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ৬ ডিসেম্বর ফেনী পাকিস্তানি হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্ত হয় ফেনী।



তৎকালীন ফেনী মহকুমা সীমান্তবর্তী এলাকা হওয়ায় এ অঞ্চলের মানুষের ওপর অবর্ণনীয় জুলুম-নির্যাতন চালিয়েছিল হানাদার বাহিনী।

অবশেষে দীর্ঘ নয় মাসের যুদ্ধের শেষ দিকে ৬ ডিসেম্বর মুক্ত ফেনীতে ওড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান জানিয়েছেন, দিবসটি পালনে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলা প্রশাসন।

কর্মসূচির মধ্যে রয়েছে সকালে বর্ণাঢ্য র‌্যালি, শহরের ট্রাংক রোডের শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।