ফরিদপুর: ফরিদপুর শহরের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী আফজাল হোসেন ওরফে হাতকাটা শাহীনের (৩৮) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০৫ ডিসেম্বর) দিনগত রাত সোয়া ১টার দিকে শহরতলীর কৈজুরী ইউনিয়নের পিয়ারপুর নতুন বাজারের কাছ থেকে তার মরদেহটি উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।
কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) অভিজিৎ জানান, কৈজুরী ইউনিয়নের নুরুমিয়া বাইপাস সড়কের পিয়ারপুর নামক স্থানে গুলির শব্দ শুনে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এসময় ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল উদ্ধার করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে পুলিশের কয়েকজন সদস্য গুলিবিদ্ধ অবস্থায় একজনকে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
পরে নিহতের স্বজনরা হাসপাতালে এসে মরদেহটি শাহীনের বলে শনাক্ত করেন।
পুলিশ জানায়, হাতকাটা শাহীনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ ১৮টি মামলা রয়েছে। সে বিভিন্ন মামলায় ৫৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
শাহীন ফরিদপুর শহরের কমলাপুর বটতলা এলাকার মৃত মোতাহার হোসেন বিশ্বাসের ছেলে।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
আরকেবি/জেডএস