জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
রোববার (০৬ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ রেখে দুপুর পর্যন্ত বিক্ষোভ করেন তারা।
পরে দুই নম্বর ফটক খুলে দেওয়া হলে সেখান দিয়ে চলাফেরা করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের নবম ব্যাচের ছাত্র মাশুক খান নিহতের ঘটনায় এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিরসনে কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণে নানা স্লোগান দেন তারা।
এছাড়া মাশুক খান নিহতের ঘটনায় একটি জাতীয় দৈনিকে ভুল তথ্য (হৃদরোগে আক্রান্ত) ছাপানোয় বিশ্ববিদ্যালয় প্রক্টরের দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ভুল তথ্যের ভিত্তিতে সংবাদ দেওয়ায় ওই দৈনিকের প্রতিনিধির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। আর ছাত্র নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য অত্যন্ত অপমানজনক এবং দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।
গত ২৪ নভেম্বর সাভার থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে বাস থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন জবি ছাত্র মাশুক।
পরে বৃহস্পতিবার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
জেডএস