ঢাকা: একাত্তরের বীর সৈনিক বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের দলমতের ঊর্ধ্বে এক ব্যানারে আনতে ‘মুক্তিযোদ্ধা সুপ্রিম কমান্ড কাউন্সিল’ গঠন করা হয়েছে।
রোববার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডি প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে কাউন্সিলের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
এসময় আহ্বায়ক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. রশিদুল আলম বলেন, যে যে দলই করুক না কেন, তাতে কোনো সমস্যা নেই, মুক্তিযোদ্ধের ব্যানার হবে একটি। আর সেই ব্যানার করতেই মুক্তিযোদ্ধা সুপ্রিম কমান্ড কাউন্সিল। যে কাউন্সিলের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষকতা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, মুক্তিযোদ্ধা সুপ্রিম কমান্ড কাউন্সিল কারও বিরুদ্ধে দাঁড়ানোর জন্য না, সকল মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার জন্য। সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গঠনের লক্ষ্যে জনমত তৈরিতে সকল মুক্তিযোদ্ধাদের একত্র করার লক্ষ্যেই এ সংগঠন করা হয়েছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন (বীর বিক্রম), ওয়াকার হাসান (বীর প্রতীক), মেজর (অব.) জিয়া উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এফবি/এসএম/এটি