ঢাকা: ইনজেকশনের মাধ্যমে বিষপ্রয়োগ করে স্ত্রী হত্যার দায়ে সিরাজুল হক নামে এক পাষণ্ড স্বামীর ফাঁসির রায় বহাল রেখেছেন হাইকোর্ট।
মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ ও জেল আপিলের শুনানি শেষে রোববার (০৫ ডিসেম্বর) বিকেলে বিচারপতি সৌমেন্দ্র সরকার এবং বিচারপতি এএনএম বশিরউল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারের এমএ মান্নান মোহন।
আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শামসুর রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৬ সালের ২৮ নভেম্বর বগুড়ার কাহালু উপজেলায় সিরাজুল হক ইনজেকশনের মাধ্যমে বিষপ্রয়োগ করে তার স্ত্রী শিরীনা আকতারকে হত্যা করেন।
এ ঘটনায় ওই বছরের ৫ ডিসেম্বর স্থানীয় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এরপর দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০১০ সালের ২১ জুলাই সিরাজুল হকের বিরুদ্ধে ফাঁসির দণ্ডাদেশ দেন বগুড়ার অতিরিক্ত জেলা জজ।
এরপর এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে আসামিপক্ষ। এরপর রোববার হাইকোর্ট এ রায় বহাল রেখেছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল এমএ মান্নান মোহন।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
ইএস/এমএ