খাগড়াছড়িঃ খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ১ মেয়র এবং সংরক্ষিত আসনসহ ৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
এরা হলেন- মেয়র প্রার্থী অ্যাডভোকেট সমারি চাকমা, কাউন্সিলর প্রার্থী ধুমকেতু মারমা, চিরঞ্জিত ত্রিপুরা মংশিচিং মারমা এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের প্রার্থী শায়েলা আক্তার লাকী, মাটিরাঙ্গায় ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুল আমিন।
রোববার(০৬ ডিসেম্বর) যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এটিএম কাউছার হোসেন বাংলানিউজকে জানান, মেয়র প্রার্থী সমারি চাকমা তথ্যের গরমিল ছিল। এছাড়া কাউন্সিলর প্রার্থী ধুমকেতু চাকমা মামলা সংক্রান্ত তথ্য গোপন, চিরঞ্জিত ত্রিপুরা ঋণ খেলাপি, মংশিচিং মারমা শিক্ষাগত যোগ্যতার তথ্য গরমিল এবং শায়েলা বয়স কম হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আলম বাংলানিউজকে জানান, মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুল আমিন শিক্ষাগত যোগ্যতায় তথ্য গড়মিল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
পিসি/