ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যুসনদ আটকে মরদেহ হস্তান্তরে মোটা অংকের টাকা মর্গ অফিস দাবি করেছে বলে অভিযোগ করেছেন মৃতের স্বজনেরা।
তাদের অভিযোগ, টাকা না দেওয়ায় মৃত্যুর ২৮ ঘণ্টা পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
শনিবার (০৫ ডিসেম্বর) দুপুর ১২টায় মারা গেলেও রোববার (০৬ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে বেলা ৩টায় পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
মৃত ব্যক্তির নাম আতিক (২৮), পিতার নাম আব্দুর রশিদ। বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চারিপাড়া গ্রামে।
মৃতের চাচাতো ভাই আব্দুল কাদিরসহ নিকটতম আত্মীয়রা বাংলানিউজকে জানান, গত ২১ নভেম্বর তাদের গ্রামের বাড়িতে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই তার ছোট ভাই আতিকের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। পরে তাকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতাল ও পরে ২৪ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (০৫ ডিসেম্বর) দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় আতিক মারা যান। মৃত্যুর পরপরই ডেথ সার্টিফিকেট দেয় মেডিকেল কর্তৃপক্ষ। পরে সার্টিফিকেট নিয়ে ওয়ার্ডবয়সহ আতিকের এক আত্মীয় মর্গ অফিসে যান।
মর্গ অফিসে থাকা ফর্সা লম্বা এক ব্যক্তি জানান, এখন ডাক্তার পুলিশ কেউই নেই। এখন মরদেহ নেওয়া যাবে না। তারপরও যদি নিতে চান তাহলে ২৫ হাজার টাকা দিতে হবে। তার এ প্রস্তাবে মৃত ব্যক্তির পরিবার ১০ হাজার টাকা দিতে রাজি হলে মর্গের লোকজন রাজি হননি। তারা বলেন, মরদেহ নিতে হলে ২৫ হাজার টাকাই লাগবে।
পরে হাসপাতালের দেওয়া ডেথ সার্টিফিকেট আটকে ফর্সা লোকটি বলেন, রোববার (০৬ ডিসেম্বর) সকালে আসেন। পরে সার্টিফিকেট ও মরদেহ না দেওয়ায় এলাকা থেকে শাহবাগ থানায় যোগাযোগ করা হয়। এতেও কোনো সুরাহা হয়নি।
রোববার (০৬ ডিসেম্বর) সকাল ১০টায় মর্গ অফিসের আজিজ মরদেহটি ময়না তদন্তের জন্য জরুরি বিভাগের মর্গ থেকে কলেজ মর্গে নিয়ে যান।
শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মির্জা মো. বদরুল হাসান রোববার সকাল সাড়ে ১০টায় মৃত আতিকের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
ঢামেক ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডাক্তারদের নাম বিক্রি করে মর্গ অফিস থেকে কর্মচারীরা মৃতের স্বজনদের কাছে টাকা দাবি করেছেন আমি শুনেছি। এ বিষয়টি নিয়ে আমি শিগগিরই হাসপাতাল পরিচালকের কাছে যাবো।
মর্গ অফিস থেকে বেলা ৩টায় (২৮ ঘণ্টা পর) মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে চালানে উল্লেখ করা হয়। আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি নিতে ২৮ ঘণ্টা সময় লাগে বলে দাবি করেন মৃতের স্বজনরা।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এজেডএস/বিএস