ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহাসড়কে অবৈধ যান চলাচলে নিষেধাজ্ঞা জারির সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
মহাসড়কে অবৈধ যান চলাচলে নিষেধাজ্ঞা জারির সুপারিশ

ঢাকা: মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করার সুপারিশ করেছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

একই সঙ্গে সড়ক বিভাগের অধীন বিভিন্ন সড়ক ও মহাসড়কের পাশের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা বলেছে কমিটি।



রোববার (০৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১৯তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে জানানো হয়, সেতু বিভাগের আওতাধীন পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে ২০১৫-২০১৬ অর্থ বছরের এডিপি বরাদ্দ মোট ৭ হাজার ৪’শ কোটি টাকা।

আর সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রজেক্টে ২০১৫-২০১৬ অর্থ বছরের এডিপি বরাদ্দ ৮ হাজার ৮৭১ কোটি টাকা।

চলতি ২০১৫-১৬ অর্থ বছরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতায় মোট ১১৯টি প্রকল্প বাস্তবায়নে কাজ চলছে। এসব প্রকল্পে সরকারের অর্থায়ন (জিওবি) রয়েছে ১৩ হাজার ৩৯৮ কোটি ৫৯ লাখ। দাতা সংস্থা দিচ্ছে ১ হাজার ৩৬৮ কোটি ৫ লাখ টাকা।  

এরমধ্যে বিনিয়োগ প্রকল্প ১১৪টি, জাইকার অর্থায়নে গৃহীত ৫টি, এডিবির অর্থায়নে গৃহীত ৫টি, কুয়েত ফান্ডের অর্থায়নে ২টি, সৌদি ফান্ডের অর্থায়নে ১টি, চীনের অর্থায়নে ১টি ও কোইকার অর্থায়নে ১টি এবং কারিগরী সহায়তা প্রকল্প ৫টি বাস্তবায়নাধীন রয়েছে।
 
কমিটি সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন-কমিটির সদস্য অ্যাডভোকেট রহমত আলী, মো. শহীদুজ্জামান সরকার, এ কে এম শাহজাহান কামাল এবং মো. আব্দুল মজিদ খান।

এছাড়া সড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, আই এম ই ডি এর অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।