ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জলঢাকায় ২ মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনায় মামলা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
জলঢাকায় ২ মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনায় মামলা

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর জলঢাকা উপজেলায় দুই শিশু কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনায় থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে।

মৃত ফেন্সি বেগমের মা নূরবানু বাদী হয়ে ইউডি মামলা ও মৃত ফেন্সি বেগমকে সন্দেহভাজন উল্লেখ করে তার স্বামী আশরাফ আলী একটি হত্যা মামলা দায়ের করেছেন।



নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালি ইউনিয়নের দেশীবাই আশ্রয়ন প্রকল্পে দুই শিশুকে হত্যা করার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ফেন্সি বেগম নামে এক মা।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইমাম বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কন্যা শিশু দু’টিকে হত্যার পরে মা আত্মহত্যা করেছেন। তবে অধিকতর তদন্ত চলছে বলে জানান তিনি। খুব শিগগিরই হত্যা ও আত্মহত্যার মোটিভ বেরিয়ে আসবে বলেও তিনি উল্লেখ করেন।

** জলঢাকায় ২ মেয়েকে হত্যার পর মায়ের ‘আত্মহত্যা’

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।