ঢাকা: তরুণদের দায়িত্বশীল ইন্টারনেট ব্যবহারে উদ্ধুদ্ধ করতে রাজশাহী ও রংপুরের বিভাগীয় গণগ্রন্থাগারে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ইন্টারনেট ফর ইয়ুথ সেশন। অনুষ্ঠানের আয়োজন করে মোবাইল ফোন অপারেটর রবি।
পারস্পরিক মত বিনিময়ের আবহে পরিচালিত এই সেশনে ১৫০ জনের বেশি তরুণ-তরুণী অংশ নেন।
দেশের তরুণদের মধ্যে দায়িত্বশীল ও সঠিকভাবে ইন্টারনেট ব্যবহারের ওপর প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে করপোরেট দায়িত্বশীলতার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে রবি।
রোববার (০৬ ডিসেম্বর) রবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেশনটির মাধ্যমে বিভাগীয় শহর দু’টির তরুণ-তরুণীদের ইন্টারনেটের মাধ্যমে তাদের শিক্ষা প্রক্রিয়াকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায় এবং ভবিষ্যত পরিকল্পনা তৈরিতে ইন্টারনেটের সহায়তা কাজে লাগানোর বিষয়ে জানানো হয়।
ইন্টারনেটের মাধ্যমে কীভাবে তথ্য খুঁজতে এবং বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করতে হয়, সেশনে তা হাতে কলমে দেখানো হয়। এতে ‘ইন্টারনেট ডট ওআরজি’, যা ‘ফ্রি বেসিকস বাই ফেসবুক’ নামেও পরিচিত, ব্যবহার করে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করার প্রশিক্ষণ পেয়েছে অংশগ্রহণকারীরা।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের প্রতিটি বিভাগীয় গণগ্রন্থাগারে ইন্টারনেট কর্ণার স্থাপন করেছে রবি, যেখানে সবাই বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।
পরবর্তীতে দেশের অন্য স্থানেও ইন্টারনেট ফর ইয়ুথ সেশনের আয়োজন করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এমআইএইচ/বিএস