ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা শুরু করলো সুপার শপ বিগ বাজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা শুরু করলো সুপার শপ বিগ বাজার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি মোড়ের জনতা ব্যাংকের নিচতলায় যাত্রা শুরু করেছে বিগ বাজার নামে একটি সুপার শপ।

রোববার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন আনুষ্ঠানিকভাবে এ সুপার শপের উদ্বোধন করেন।



বিগ বাজারের চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুর রহমান সহিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অনেকের মধ্যে বক্তব্য রাখেন-জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান, জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক শাহআলম, জেলা জাসদের সভাপতি আকতার হোসেন সাঈদ, কাউতলি এলাকার বিশিষ্ট সর্দার সাঈদুর রহমান, সেলিম রেজা হাবিব, ইব্রাহিম খান সাদত প্রমুখ।

বিগ বাজারের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী জানান, সুপার শপটির এই শাখায় মুদি, কাঁচা সবজি, মাছ, মাংস, মসলা, প্রসাধনী, ক্রোকারিজসহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্য পাওয়া যাবে।

জেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের কাছ থেকে সবজি ও জেলেদের কাছ থেকে তাজা মাছ এনে এই শপে সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।