যশোর: যশোরের ছয় পৌরসভা নির্বাচনে ৪ মেয়র ও ৩৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
যাচাই-বাছাইয়ের শেষ সময় রোববার (৬ ডিসেম্বর) বিকেল পর্যন্ত এসব মনোনয়নপত্র বাতিল করা হয়।
বাতিল হওয়া ৩৫ কাউন্সিলরের মধ্যে সাত জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন।
যশোর পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৪৯ প্রার্থীর মধ্যে সাত জনের মনোনয়ন বাতিল হয়েছে। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দুই জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে এ পৌরসভায় চার মেয়র প্রার্থীর সবাই বৈধ বলে বিবেচিত হয়েছেন।
কেশবপুর পৌরসভায় মেয়র পদে তিন জনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী যুবদল নেতা আলমগীর কবিরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া, সাধারণ কাউন্সিলর পদে ৩১ জনের মধ্যে ছয় জন ও মহিলা কাউন্সিলর পদে আট জনের মধ্যে দুই জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
মনিরামপুর পৌরসভায় মেয়র পদে চার জনের মধ্যে ইসলামী আন্দোলনের আবু তালেবের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জনের মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
নওয়াপাড়া পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৫৭ জনের মধ্যে পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বাঘারপাড়া পৌরসভায় মেয়র পদে সাত প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুর রউফ ও ইসলামী আন্দোলনের প্রার্থী শহিদুল ইসলামের মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ প্রার্থীর মধ্যে সাত জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আট প্রার্থীর মধ্যে তিন জনের মনোনয়ন বাতিল হয়েছে।
চৌগাছা পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদের ৩৫ প্রার্থীর মধ্যে দুই জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
এমজেড