ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইন উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইন উদ্ধার

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দেড় কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের ডাইংপাড়া কবরস্থান এলাকা থেকে ১৫টি পলিথিনের প্যাকেট থেকে এক কেজি ৫শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।



গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, একটি মোটরসাইকেল আরোহীকে সন্দেহ হলে পেছন থেকে ধাওয়া করে পুলিশ। এ সময় ওই আরোহী একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যান। পরে ওই ব্যাগে থাকা কয়েকটি পলিথিনের প্যাকেট থেকে দেড় কেজি ওজনের হেরোইন উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলেও জানান তিনি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।