ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আখাউড়া মুক্ত দিবসে আনন্দ র‌্যালি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
আখাউড়া মুক্ত দিবসে আনন্দ র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন ও আনন্দ র‌্যালির আয়োজন করে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান আখাউড়া শাখা’।



রোববার(০৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পোস্ট অফিসের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে আখাউড়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম ভূঁইয়া, সেলিম ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু সাঈদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মো. এনামুল হক কাজল, উপজেলা শাখার আহ্বায়ক আনিছুজ্জামান খান আনিস, সাবেক সভাপতি দীপংকর ঘোষ নয়নসহ মুক্তিযোদ্ধার সন্তানরা অংশগ্রহণ করেন।

পরে, র‌্যালিতে অংশগ্রহণকারীরা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত উপজেলা পোস্ট অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।