ঢাকা: মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভা নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ আগামী ২১ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি। এর ফলে নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার (০৭ ডিসেম্বর) চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বুধবার (০২ ডিসেম্বর) ছয়মাসের জন্য সিঙ্গাইর পৌরসভা নির্বাচন স্থগিত করেন বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম শহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ। ওই পৌরসভায় কেন নতুন ভোটার তালিকা প্রণয়ন করা হবে না- সে প্রশ্নে রুলও জারি করেন আদালত।
ত্রুটিপূর্ণ ভোটার তালিকার অভিযোগ এনে রিটটি দায়ের করেন সিঙ্গাইর পৌরসভার ভোটার মো. মোস্তাক আহম্মেদ ভূঁইয়া। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম গোলাম মোস্তফা তাজ।
পরে হাইকোর্টের আদেশ বাতিল চেয়ে আপিল করেন রাষ্ট্রপক্ষ।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
ইএস/এএসআর