ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
চাঁদপুরে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুরে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।



বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম শাহীনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, সাধারণ সম্পাদক রহিম বাদশা ও বিআইবির সমন্বয়ক জিলহাজ্ব উদ্দিন প্রমুখ।

এছাড়াও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে এবং সাংবাদিক গাজী সালাহ উদ্দিন মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।