ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মজুরি কমানোর প্রতিবাদ

সিরাজগঞ্জে তাঁত শ্রমিকদের মানববন্ধন-বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
সিরাজগঞ্জে তাঁত শ্রমিকদের মানববন্ধন-বিক্ষোভ ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: দফায় দফায় মজুরি কমানোর প্রতিবাদে সিরাজগঞ্জের তাঁত শ্রমিকরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে শহরের চৌরাস্তার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টরেট চত্বরে মানবন্ধনে মিলিত হয়।

 

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, প্রতি পিস কাপড় তৈরিতে শ্রমিককে ২১ টাকা মজুরি দেওয়া হতো। সম্প্রতি বাজার মন্দার অজুহাত দেখিয়ে মালিকপক্ষ ১৮ টাকা করে মজুরি দেওয়া শুরু করে। শ্রমিকরা সেটাও মেন নেন। কিন্তু গত চারদিন ধরে তাঁত মালিকরা সিন্ডিকেটের মাধ্যমে আরও দুই টাকা করে মজুরি কমিয়ে দেওয়ার ঘোষণা দেন। বক্তারা অন্যায়ভাবে শ্রমিকদের মজুরি কমিয়ে দেওয়ার ঘোষণা প্রত্যাহারসহ ঈদ বোনাস প্রদানের দাবি জানান।

এ সময় জেলা বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার, আওয়ামী লীগ নেতা ফিরোজ আলম, তাঁত শ্রমিক নেতা আমিনুল ইসলাম, রুবেল হোসেন, সুলতান আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।