সাতক্ষীরা: সাতক্ষীরায় দীর্ঘ মেয়াদে দেওয়া জলমহালের লিজ বাতিল ও নেট-পাটা অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন মৎস্যজীবীরা।
সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা মৎস্যজীবী সমিতির আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, শ্রমিক লীগের নেতা হারুন-উর-রশিদ, তালা উপজেলা শাখার সভাপতি গণেশ বর্মণ, আশাশুনি উপজেলা শাখার সভাপতি অনিল কুমার মন্ডল, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ও সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী প্রমুখ।
বক্তারা অবিলেম্ব জলমহালের লিজ বাতিল করে তা প্রকৃত মৎস্যজীবীদের দেওয়ার দাবি জানান।
পরে মৎস্যজীবী নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে একই দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসআর