ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তিস্তা ব্যারেজ রক্ষার দাবিতে মানববন্ধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
তিস্তা ব্যারেজ রক্ষার দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৈয়দপুর (নীলফামারী): বোমা মেশিন বসিয়ে তিস্তা নদী থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধ এবং তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প রক্ষাসহ ৬ দফা দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ডিমলা উপজেলা শহরের স্বাধীনতা অম্লান চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।



ডিমলা উপজেলা ওয়ার্কার্স পাটি ও জাতীয় কৃষক সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, মাহবুব আলম, নুর মোহম্মদ খাঁন, মহুবার রহমান, বাবুল আখতার, সোহেল হোসেন প্রমুখ।

বক্তারা অবিলম্বে বোমা মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলন বন্ধ এবং ভারতের সঙ্গে তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।