ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শহীদদের নাম ও বৃত্তান্ত সংগ্রহ বিষয়ক রিট খারিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
শহীদদের নাম ও বৃত্তান্ত সংগ্রহ বিষয়ক রিট খারিজ

ঢাকা: একাত্তরে গণহত্যার শিকার শহীদদের নাম ও বৃত্তান্ত সংগ্রহের নির্দেশনা চেয়ে করা একটি রিট  উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

এক মুক্তিযোদ্ধার করা এ রিট আবেদনের ওপর সোমবার (০৭ ডিসেম্বর) এ আদেশ দেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ।



ওই মুক্তিযোদ্ধার আইনজীবী হাসনাত কাইয়ুম জানান, আবেদনটি এখন তারা হাইকোর্টের  অন্য বেঞ্চে নিয়ে  যাবেন।

মুক্তিযুদ্ধের ৪৪ বছর পেরিয়ে গেলেও সেই শহীদদের নাম ও বৃত্তান্ত সংগ্রহের তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ বিষয়টি উল্লেখ করে আত্মত্যাগের স্বীকৃতিস্বরুপ একাত্তরে গণহত্যার শিকার শহীদদের নাম ও বৃত্তান্ত সংগ্রহের নির্দেশনা চেয়ে গত ১৮ নভেম্বর রিট আবেদনটি দায়ের করেন মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন সিকদার।

রিটে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।