ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে কোনো প্রকল্পে অনুমোদন না দেওয়ার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এক্ষেত্রে যেসব পৌরসভায় নির্বাচন হচ্ছে সেসব পৌরসভার ক্ষেত্রে এ নির্দেশনা জারি থাকবে।
নির্দেশনায় নির্বাচন (পৌরসভা) আচরণবিধির ২৫ নম্বর বিধি উল্লেখ করে বলা হয়েছে, নির্বাচন পূর্ব সময়ে কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উন্মোচন করা যাবে না। কোনো সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারি বা আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের তহবিল থেকে কোনো ব্যক্তি-গোষ্ঠী বা প্রতিষ্ঠানের অনুকূলে যে কোনো অনুদান ঘোষণা অথবা বরাদ্দ দেওয়া কিংবা অর্থ অবমুক্ত করতে পারবেন না।
এছাড়া নির্দেশনায় ৪ নম্বর বিধি উল্লেখ করে বলা হয়েছে- নির্বাচন পূর্ব সময়ে অর্থাৎ নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত কোনো প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষ থেকে অন্য কোনো ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল সংশ্লিষ্ট পৌরসভা কিংবা পৌরসভাসমূহের এলাকায় অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে অথবা গোপনে কোনো প্রকার চাঁদা-অনুদান দিতে পারবে না।
নির্বাচন পূর্ব সময় বলতে, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত সময়কালকে বুঝিয়েছে ইসি।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে সাতটি প্রকল্প পাসের জন্য আলোচনায় তোলার কথা রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- পশ্চিমাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্ক প্রকল্প, বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক প্রশস্তকরণসহ উন্নয়ন এবং ব্রিজ কালভার্ট নির্মাণ প্রকল্প, বাকেরগঞ্জ-পাদ্রীশিবপুর-কাঁঠালতলি-সুবিদখালী ও বরগুনা সড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ প্রকল্প, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় মিশ্র ফলচাষ, সমন্বিত কৃষি কর্মকাণ্ডের মাধ্যমে কুমিল্লা জেলার লালমাই-ময়নামতি পাহাড়ি এলাকার জনগণের জীবন-জীবিকার মানোন্নয়ন প্রকল্প, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়ন প্রকল্প ও স্কিলস ডেভেলপমেন্ট প্রকল্প।
আগামী ৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই পৌরসভারগুলোতেই ওই প্রকল্পগুলো বাস্তবায়নের কথা রয়েছে।
সামসুল আলম বলেন, নির্দেশনাটি মূলত ফোনে দেওয়া হয়েছে। কেননা, সময় খুব কম। আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হচ্ছে। চিঠিতে মঙ্গলবারের প্রকল্পগুলো যেন পাস না করা হয়, সে নির্দেশনাই দিচ্ছে ইসি।
নির্বাচন আচরণবিধি না মানলে সংশ্লিষ্ট ব্যক্তিতে ছয় (৬) মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকার জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
ইইউডি/আইএ
** গোপন চাঁদা বন্ধ করতে ৪ মন্ত্রণালয়ে ইসির নির্দেশনা
** অনুমোদন তালিকায় পৌর এলাকার উন্নয়ন প্রকল্প!
** ‘অসম্মান’ জানাতে নয়, চিহ্নিত করতেই নারী প্রতীক